এস এ ডিউক ভূঁইয়া-
তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফসীল ঘোষনার পরই নড়েচড়ে উঠেছে কুমিল্লার তিতাস উপজেলার ৯টি ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী-রা।প্রথম ধাপের ইউপি নির্বাচনের তফসীল ঘোষণায় নির্বাচনী হাওয়া বইছে জগতপুর ইউনিয়নেও।জগতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী-৮ জনের নাম শোনা যাচ্ছে।তাঁরা হলেন-জগতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মো.মজিবুর রহমান,জগতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক টিটু,সহ-সভাপতি আলহাজ্ব মো.গোলাম মাওলা,সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী কাইয়ূম,সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন,বাতাকান্দি বাজার কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা ফয়েজ আহমেদ জুয়েল,কুমিল্লা উত্তর জেলা তাঁতীলীগের সদস্য ও বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মো.জসিম উদ্দিন ভূঁইয়া মজনু ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো.ফয়সাল সরকার জুয়েল।জগতপুর ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা হাট-বাজার ও চায়ের দোকানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বইছে নির্বাচনী আলাপ-আলোচনা সর্বত্র।আসন্ন ২ নং জগতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী-৮ জনকে নিয়ে জগতপুর ইউনিয়নের দলীয় নেতা-কর্মী ও ভোটাদের মাঝে চলছে নানা হিসাব-নিকাশ।কে হতে পারেন জগতপুর ইউনিয়নে নৌকার মাঝি। আসন্ন জগতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী-৮ জন শুধু মাঠেই নয়,দলীয় সমর্থন পেতে সিনিয়র নেতাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানা গেছে।গত ৩০ মার্চ মঙ্গলবার বিকালে কুমিল্লা-২
(হোমনা-তিতাস)আসনের সাংসদ সেলিমা আহমদ মেরী
(সিআইপি)’র হোমনা উপজেলার পাথালিয়াকান্দির নিজ বাসভবনে তিতাস উপজেলার ৯ টি ইউনিয়নে আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি কুমিল্লা-২
(হোমনা-তিতাস)আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী
(সিআইপি)তিতাস উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের কথা শোনেন।ওই মতবিনিময় সভায় জগতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা তাঁদের বক্তব্য পেশ করেছেন।