শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ চলমান মহামারি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনা বিভাগে ১১৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত । ১০ জুন বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে করোনা সংক্রমণ বাড়তে থাকায় খুলনা বিভাগীয় কমিশনার বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলার ১২৩ ইউনিয়নে ভোট বন্ধ করতে অনুরোধে নির্বাচন বন্ধ ঘোষনা করে ইসি। খুলনা জেলার দাকোপে, বটিয়াঘাটা, দিঘলিয়া, পাইকগাছা, বাগেরহাট তালা, মোল্লাহাটে, চিতলমারী, কচুয়া, রামপালে, মোংলা,মোরেলগঞ্জে, শরণখোলা, বাগেরহাট সদর, সাতক্ষীরা কলারোয়া ও ফকিরহাট উপজেলার মোট ১১৯ টি ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ( ইসি )। এছাড়াও আরও ৩৭ টি ইউপি ও ৯টি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছ ।এদিকে খুলনা বিভাগে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু ও করোনা শনাক্ত হয়েছে ৫৭৮ জনের যা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ।