নয়ন চুয়াডাঙ্গা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ২য় পর্যায়ে “ক” শ্রেণির (ভূমিহীন ও গৃহহীন) তালিকাভূক্ত ব্যক্তিদের জন্য মোট ৩৩টি ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভূক্ত ৫টি পরিবারকে সরকারি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। আগামি ২০ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নবনির্মিত এসব ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উক্ত ঘরের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনের আজ শুক্রবার (২০ই জুন) দামুড়হুদা উপজেলায় আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দুঃস্হ মানুষের জন্য নির্মিত এসব ঘরের গুণগত দিক, নির্মাণ কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয় দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্হিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
৩ views