ধর্ষণ ও হত্যা চেষ্টা এবং মারধরের অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ (৫০) ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (বিনোদন ও সংস্কৃতি)। গত ৮ জুন রাতে বোট ক্লাবেই নাসির ‘ধর্ষণের চেষ্টা’ করেন বলে মামলায় অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি।
ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ নাসির উদ্দিন মাহমুদকে অ্যারেস্ট করেছে।”
সংবাদ সম্মেলন করে অভিযোগ জানানোর পর সোমবার সকালে সাভার থানায় ছয়জনের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন চিত্রনায়িকা পরীমনি। পরে উত্তরা থেকে নাসির উদ্দিন মাহমুদকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে বলে সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান।
ডিএমপির উত্তরা বিভাগের উপ কমিশনার মো. সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকা জেলা পুলিশের একটি দল উত্তরায় নাসির মাহমুদের বাসায় অভিযান চালায়। ওই দলটিকে সহায়তা করতে উত্তরা বিভাগের একটি দলও সেখানে গিয়েছিল।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, পরীমনির মামলায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। উত্তরা ১ নম্বর সেক্টর থেকে তাদের আটক করা হয়। সেখান থেকে মাদকও জব্দ করা হয়েছে। অভিযান চলছে।