মোঃ জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বিয়েতে নববধুকে নকল (সিটি কল) গহনা দেয়ার অপরাধে লাখ টাকার জরিমানা গুনতে হলো বর পক্ষকে। গত রবিবার রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোগতাগাড়ি ইউনিয়নের দক্ষিন সোনাখুলীর সরকার পাড়া গ্রামের আকবর আলীর মেয়ে আখি আক্তার (১১) এর সাথে দিনাজপুর জেলার খানসামা উপজেলার তেবাড়িয়া চৌপথি এলাকার হোটেল ব্যবসায়ী হবিবর রহমানের ছেলে মফিজুল ইসলামের সাথে দুই মাসে আগে বিয়ে ঠিক হলে গত কাল রবিবার রাতে কনে বিদায়ের অনুষ্ঠানে বর পক্ষ্যের লোক কনে নিতে আসলে কনে সাজানোর জন্য আনা কনের হাতের বালা ও গলার হার নকল বলে কনের ভাবি দাবি করলে বর পক্ষ্য ও কনে পক্ষের লোকজনের কথা কাটাকাটির এক পর্যায় হাতি হাতি শুরু হলে এ স্থানীয় এক মেম্বার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারা মারি থামিয়ে গয়না তৈরির কারীগড় কে এনে হাতের বালা ও গলার হার টি পরীক্ষা করে দেখেন যে দুটিই নকল গয়না ( সিটিকল) । পরীক্ষায় নকল ধরা পড়ায় বর পক্ষের লোকজন কনের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কনে বাড়ির লোকজন বর সহ বরের বাড়ির লোকজনদের আটকে রাখে। পরে, সোমবার বিকেলে দুই পক্ষের চেয়ারম্যান ও মেম্বার গন উপস্থিত হয়ে দেন মোহর ২ লাখ ও জরিমানা ১ লাখ সহ মোট ৩ লাখ টাকা দিয়ে বর পক্ষের লোকজন চলে যায়। এবিষয়ে বরের বাবা হবিবর রহমানের সাথে কথা বলার জন্য বার বার চেষ্টা করেও তার সাথে কোন কথা বলা যায় নি। এদিকে কনের বাবা আকবর আলীর সাথে কথা হলে তিনি বলেন এমন প্রতারক আমি আগে দেখিনি যারা নিজের পুত্রবধুর জন্য নকল গয়না কিনতে পারে তারা আর কি বল বো একথা বলে চলে যান।
৪ views