ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুরে সোমবার সন্ধায় উপজেলার ৯টি ইউনিয়নের ১৮ জন গ্রাম পুলিশকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সরকারি সেবাসমূহ পৌঁছে দেওয়া ও করোনাকালীন সময়ে দ্রুততম জনসেবায় অগ্রসর হওয়ার লক্ষে ওই বাইসাইকেল দেওয়া হয়। ২০২০-২১ অর্থবছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্ত্বরে ওই বাইসাইকেল বিতরণ করা হয়।কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে গ্রাম পুলিশের মাঝে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল বিতরণ করেন, যশোর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকত। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, সদর ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ূন কবীর প্রমুখ।
২ views