মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় করোনা সংক্রমণরোধে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।মানুষের চলাচল বন্ধে কোটচাঁদপুর শহরের বিভিন্ন সড়ক ও গলির মাথায় বাঁশ দিয়ে বেরিকেড দেওয়া হয়েছে।এদিকে, জেলা প্রশাসনের নির্দেশনা পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়,বুধবার লকডাউনের দ্বিতীয় দিনের শুরুতে শহরে সাধারণ মানুষের উপস্থিতি কম থাকলে ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ছে তবে মানুষের খাদ্য সামগ্রী কেনার জন্য। তবে দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠা,হোটেল বন্ধ রয়েছে।কোনো কোনো সড়কে স্বল্প পরিসরে ইজিবাইক ও রিকশা চলাচল করতে দেখে গেছে, দূরপাল্লার কোনো পরিবহন চলাচল করছে না, কঠোর অবস্থানে রয়েছে কোটচাঁদপুরের প্রশাসন।
১ view