রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সাভারে সরকারী বামনি খাল দখল করে হাউজিং কোম্পানী নির্মানের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খালটি উদ্ধারের দাবিতে মানবন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বামনি খালের উপর আয়োজিত মানববন্ধন কর্মসূচীকে অংশগ্রহন করেন এলাকার কয়েক’শ মানুষ। এসময় মানববন্ধনে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন সাভার নাগরিক কমিটির নেতা রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা ও সালাহউদ্দিন খান নঈমসহ বিভিন্ন পরিবেশবাদি সংগঠনের নেতাকর্মীরা। খাল দাও, নতুবা বিষ দাও, অবৈধ দখলদারদের উচ্ছেদ করুন লেখাসহ নানা ধরনের প্ল্যাকার্ড হাতে অংশ নিয়ে এলাকাবাসীরা দ্রুত খালটি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। এছাড়াও মানববন্ধন থেকে পুর্বের নক্সায় খাল থাকলেও বিআরস জরিপে সেই খাল উধাও করে দেয়ায় এসব অন্যায়ের সাথে জড়িতদের শাস্তিও দাবি করেন তারা। মানববন্ধনে অংশ নেয়া শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, সরকারী খালটি বালু ভরাটের মাধ্যমে দখল করায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ঘর-বাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকা দিয়ে চলাচল করতে হয়। আমাদের ভবিষ্যত প্রজন্ম যাতে এই জলাবদ্ধতার জন্য দূর্ভোগে না পরে সেজন্য আমরা সুষ্ঠভাবে বাঁচার লক্ষ্যে আমরা মানববন্ধন কর্মসূচী পালন করছি।মানববন্ধনের নেতৃত্বদানকারী স্থানীয় বাসিন্দা সরকার আবু তাসেক বলেন, দীর্ঘদিন ধরেই প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে সরকারী বামনি খাল ভরাট করে জমজম নূর বিল্ডার্স নামে হাউজিং কোম্পনী নির্মান করে চলেছেন নূর মোহাম্মদ নামে একজন লোক। এই খালটি ভরাটের কারনে হেমায়েতপুর, জয়নাবাড়ি, যাদুরচর, মধুরচরসহ প্রায় ২০টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা অনতি বিলম্বে সরকারের কাছে খালটি দখলম্ক্তু করার দাবি জানাই। সরেজমিনে গিয়ে দেখা যায়, জমজম নূর বিল্ডার্সে অফিসে একটি পোস্টারে জমজম নূর হাউজিং লিমিটেড, জমজম ল্যান্ড প্রপার্টিজ লিমিটেড, জমজম রিয়েল এস্টেস লিমিটেড, হুজাইফা এন্টারপ্রাইজ, জমজম নূর সিটি, জমজম গ্রীন সিটি, জমজম সিটি, মদিনা সিটিসহ বিভিন্ন নাম। হেড অফিস জমজম নূর টাওয়ার, জমজম নূর সিটি লেখা রয়েছে। খালটি ভরাট করে রাস্তা নির্মানসহ প্লট করা হয়েছে। খাল দখলের বিষয়ে জানতে চাইলে জমজম নূর বিল্ডার্স এর স্বত্তধিকারী হাজী নূর মোহাম্মদ বলেন, আমার জমি আমি ভরাট করছি এবং আমরা পাবলিকের জমিও ভরাট করে দিচ্ছি। আপনারা সঠিক তথ্যটি তুলে ধরবেন। চারটি পর্চা এবং নক্সায় আমার হাউজিংয়ের ভিতরে কোন খাল নেই। অন্যদিকে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে এবং ছবি তুলতে গেলে বাঁধা প্রদানসহ সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি ধামকি দেয়ার অভিযোগ রয়েছে এই নূর মোহাম্মদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে তার বাড়ি গোপালগঞ্জ, ওসি থেকে ডিসি সবাই তার খুব কাছের লোক এমন পরিচয় দিয়েই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ভরাট করছেন সরকারী খাল ও জলাশয়। তার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, বামনি খাল দখলের খবর পেয়ে আমরা কয়েকবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তাদেরকে কাজ বন্ধ রাখার কথা বলেছি। কিন্তু তারা আমাদের কথা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ডিসি অফিস থেকে আদেশ আসলেই যে কোন সময় খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান এই কর্মকর্ত।
৩ views