মেহেদী হাসান রিয়াদ, কুমিল্লা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও খামারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। শনিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এ.বি.এম গোলাম মোস্তফা স্টেডিয়ামে দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি হাজী আবুল কাশেম ওমানী। দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তুষার কুমার দাসের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার থানার ওসি মোঃ আরিফুর রহমান, উপজেলা সিনিয়র মৎষ্য কর্মকর্তা নাসীর উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহম্মদ আবদুল হাকিম লিটন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ, মোঃ কামাল হোসেন সরকার, এল ডি ডি পি প্রকল্পের এল এফ এ মোঃ জায়েদুল করিম রোকন, মোঃ সুমন, এফ এ এ/আই মোঃ আতিকুর রহমান, এল এস পি মোঃ সাইফুল ইসলাম, এন এ টি পি প্রকল্পের মাঠ সহকারী মোঃ ওজায়ের, বৃহত্তর কুমিল্লা এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম সহ খামারী এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসের সরকারী ও প্রকল্পের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উক্ত প্রদর্শনী মেলায় প্রাণীসম্পদ অফিস, বিভিন্ন ঔষধ কোম্পানী ও খামারীরা মেলায় ফ্রিজিয়ান ষাড়, ব্ল্যাকবেঙ্গল ছাগল, ময়না ও তিথির পাখি, দেশী ঘোড়া, ভেড়া, বয়লার, লেয়ার ও কেদারনাথ মুরগী, টারকি, চীনা, সোনালী, দেশী ও রাজহাঁস বিভিন্ন শৌখিন পাখি ( কবুতর, ময়না, টিয়া, ঘুঘু) প্রদর্শন করেন। মেলায় অংশগ্রহণ কারীদের মধ্য থেকে গরু, ছাগল-ভেড়া ও প্লোট্রি এই তিন ক্যাটাগরিতে প্রথম পুরস্কার ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা সহ চতুর্থ এক খামারীকে বিশেষ পুরস্কার সম্মাননা স্মারক এবং সকল খামারীদের সনদ পত্র প্রদান করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহম্মদ আবদুল হাকিম লিটন বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনীর লক্ষ্য ও উদ্ধেশ্য হচ্ছে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পন্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারি উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি করা, বিজ্ঞান ভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারনের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।