ইউনুছ (কুড়িগ্রাম) জেলা প্রতিনিধি
করোনা সংক্রমনরোধে সরকার ঘোষিত সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও লকডাউন চলছে। বুধবার (৩০ জুন) কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন হাটবাজারের অধিকাংশ দোকান বন্ধ রয়েছে। সীমিত আকারে ছোট ছোট যানবাহনগুলো চলছে। প্রয়োজন ছাড়া জনসাধারনে যাতায়াত অনেকটা কম দেখা গেছে। শুধু মাত্র ওষুধের দোকানগুলো খোলা রাখা হয়েছে। প্রয়োজন ছাড়া অবাধে মানুষের চলাফেরা বন্ধের জন্য বাজারের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে চলতে হ্যান্ডমাইকে জনসাধরনকে সচেতনতা করা হচ্ছে। সরকারি বেসরকারি কিছু অফিস আদালত স্বাস্থ্য বিধি মেনে কার্য্যক্রম চলছে। অপর দিকে খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে।
চায়ের দোকানদার ফজলু মিয়া জানান, সারাদিন চা বিক্রি করে যা পাই তা দিয়ে আমার সংসার চলত। লকডাউনের কারনে চায়ের দোকান বন্ধ থাকায় স্ত্রী,সন্তান নিয়ে হতাশায় আছি।
৪ views