ইয়ামিন হোসেন পাটোয়ারী (কালিয়াকৈর)
কোভিড-১৯ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আজ বৃহস্পতিবার (১ জুলাই) তারিখ থেকে ১ সপ্তাহে কঠোর লকডাউন ঘোষণা করা হয়।
গত (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই কঠোর শাস্তি দেওয়া কথা বলা হয়েছে ছয় মাসের জেল ও জরিমানা। তাই শিল্প প্রতিষ্ঠান খোলা থাকায় সকাল থেকেই শিল্পনগরী কালিয়াকৈরে মহাসড়কের অবস্থা আগের মতোই স্বাভাবিক রয়েছে কিন্তু শ্রমজীবিরা পাঁয়ে হেঁটে ও রিক্সায় শিল্প কারখানায় যেতে দেখা গেছে। এই সময় মহাসড়কে দেখা যায়নি কোন যাত্রীবাহী যানবাহন।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, কঠোর বিধিনিষেধের সময় সরকারি- বেসরকারি অফিসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকলেও খোলা রয়েছে শিল্পকারখানা। এতে সকাল হতে শ্রমিকেরা বিভিন্ন উপায়ে অফিসে যাচ্ছেন। তবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা দেখা যায়নি। অনেকের মুখেই নেই মাস্ক। কেউই মানছেন না সামাজিক দূরত্ব।
এদিকে কালিয়াকৈর চন্দ্রা ত্রীমোড়ে গিয়ে দেখা যায় কঠোর অবস্থা ছিল পুলিশ। সকাল থেকে লকডাউন কঠোর করতে জায়গায় জায়গায় পুলিশ অবস্থান নেয়।