মোঃ মোহাইমেনউল চারঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ লকডাউনের শুরেতে দোকান পাট ও যান চলাচল বন্ধ দেখা গেলেও লকডাউনের তৃতীয় দিন এর উল্টো। চারঘাটের বিভিন্ন স্থান ঘুরে দেখা যাই সরকার কর্তৃক ঘোষিত যে সকল দোকান পাট ও যান বন্ধ রাখতে হবে লকডাউনের তৃতীয় দিন তা চলছে। সরজমিনে গিয়ে দেখা যাই চারঘাটরে সর্ব বৃহত হাট নন্দনগাছী বাজার সেখানে জন সাধারণের ভিড় ও যে সমস্ত দোকান পাট বন্ধ রাখার কথা সেগুলো খোলা দেখা গেছে, হোটেল গুলো সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা রেখে পার্সেলে খাবার বিক্রয় করার কথা থাকলেও হোটেরে টেবিলে বসেই খাবাই পরিবেশন করতে দেখা গেছে।নন্দনগাছী বাজারে আলা-মদিনা রেস্টুরেন্ট প্রোঃ মোঃ রিপন আলী ও আল-আমীন রেস্টুরেন্ট প্রোঃ মোঃ রমজান আলী এদের হোটেলে খাবা নিতে আসা ক্রেতাদের টেবিলে বসে খাবার পরিবেশন করতে দেখা যায়। তা ছাড়া শলুয়া মালেকার মোড়, ভাটপাড়া বাজার, বঙ্গবন্ধুর মোড়, হাবিবপুর তোয়াজ মোড়, নিমপাড়া বাজারেও খোলা রাখে অনেক দোকান পাট। এলাকার সচেতন মানুষের ধারনা লোকজন যদি এভাবে লকডাউন না মেনে অযথাই বাজারে ঘোরা ঘুরি করে তবে করোনার সংক্রমন আরো বৃদ্ধি পাবে।