এস,এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার উম্মুক্ত জলাশয় ও খাল বিলে কারেন্ট জালের মাধ্যমে অবাধে চলছে ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ শিকার । বেশি লাভের আশায় এ নিষিদ্ধ জালের ব্যবহার করছেন স্থানীয় জেলেরা। দীর্ঘদিন থেকে অব্যাহতভাবে অবৈধ কারন্টে জাল দিয়ে মাছ শিকার করা হলেও আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।এদিকে সরকারি বিধি উপেক্ষা করে অসাধু ব্যবসায়ীরা বাজারে কারেন্ট জালের অবাধ বাণিজ্য গড়ে তুলেছে। প্রশাসনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জলাশয়গুলোতে পোনা মাছ ও ডিমওয়ালা মা মাছ ধরছে। গাইবান্ধার সাত উপজেলার খাল বিলে শুরু হয়েছে পোনা মাছ নিধনের মহোৎসব। বাজারে ক্রেতা-বিক্রেতারা প্রকাশ্যে কারেন্ট জাল ক্রয় বিক্রয় করছেন। এলাকাবাসী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে অবাধে কারেন্ট জাল ক্রয়-বিক্রয় করা হচ্ছে। কারেন্ট জাল ব্যবহার করে খালে-বিলে মা মাছ শিকার করছে। দেশীয় প্রজাতির নানা প্রকার ডিমওয়ালা মা মাছ জালের ফাঁদে আটকা পড়ে। এ কারণে দেশীয় প্রজাতির অনেক মাছ এখন গাইবান্ধায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঝিনাইর পাতা গ্রামের এক কৃষক বলেন, বালুয়া বাজার থেকে তিনি ছোট মাছ ধরার জন্য ৫০০ গ্রাম কারেন্ট জাল ক্রয় করে বিভিন্ন জলাশয়ে মাছ শিকার করছেন। গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান বলেন, কারেন্ট জাল ব্যবহার স¤পূর্ণ নিষেধ। এ জাল মাটির সাথে আটকে থাকে যার ফলে ছোট বড় সব মাছ আটকে যায়। কারেন্ট জালের ব্যবহার থেকে সকলকে বিরত থাকার আহবান জানান তিনি। যদি কেউ না মানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।