উজ্জ্বল কুমার দাস কচুয়া,বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এমপি বাগেরহাট-২ এর নির্দেশনায় করোনার এই সংকটময় মুহুর্তে (লকডাউনে) কচুয়া উপজেলার ৭ ইউনিয়নের ঘরবন্দী অসহায়, দিন মজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল।করোনা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারনে সরকারের ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের হতে বিভিন্ন সময়ে প্রাপ্ত ১৯ লক্ষ টাকা ও ২ টন চাউল বিতরনের কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাপ্ত লিস্টের মাধ্যমে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।৩ জুলাই অনুষ্ঠিত খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম আবু বক্কার সিদ্দিক, ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী, ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, ইউনিয়ন চেয়ারম্যান তাসলিমা বেগম, ইউনিয়ন চেয়ারম্যান সেখ মকবুল হোসেন, ইউনিয়ন চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন সহ উপজেলার ট্যাগ অফিসার, সেনা বাহিনীর সদস্য ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
২ views