রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঢাকার ধামরাইয়ে লাইসেন্স না থাকায় দুইটি হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। রোববার (৪ জুন) দুপুরে উপজেলার কালামপুর ও ধামরাইয়ে এ ঘটনা ঘটে। হাসপাতাল দুটি হলো, কালামপুরের আমেনা ডায়াগনস্টিক সেন্টার ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাসপাতাল দুটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই চিকিৎসা দিয়ে চলছিলো। এমন অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে এসে এর সত্যতা পাওয়া যায়। পরে হাসপাতাল দুটিতে তালা বন্ধ করে দেয়া হয়। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হাসপাতাল না খোলার কথাও বলা হয়েছে।ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নূর ই রিফফাত আরা বলেন, অবৈধভাবে কোন হাসপাতালই পরিচালনা করতে দেয়া হবে না। রুটিন অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম চলমান থাকবে।
০ views