করোনার টিকা নিয়েও টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান মো. ইউনুস তালুকদার ঠান্ডু করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও চেয়ারম্যানের স্ত্রী আয়েশা সিদ্দিকা লাকী করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার বিকালে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা লাকী বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত চেয়ারম্যান ইউনুস তালুকদার ঠান্ডুর স্ত্রী আয়েশা সিদ্দিকা মুঠোফোনে জানান, তিনি ও তার স্বামী করোনায় আক্রান্ত হয়েছেন। রাজধানীর উত্তরার ধুলিপাড়ার তার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা। এছাড়াও তার ও চেয়ারম্যানসহ পরিবারের সকলের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
জানা যায়, তিনি ২ডোজ করোনা টিকা নিয়েছিলেন ।
এ বিষয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, গত মঙ্গলবার ঢাকা থেকে চেয়ারম্যান মহোদয়সহ তার সহধর্মিণী করোনার টেষ্টের জন্য নমুনা দেন। আজ বুধবার তাদের নমুনার ফলাফল পজেটিভ আসছে জানতে পারি।
তিনি আরও জানান, জেলার অন্যান্য উপজেলার চেয়ে আমাদের এ উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধির প্রকট দিন দিন আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। তবে করোনারোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে সতর্কতার সাথে চলার আহ্বান জানান তিনি।