মোরশেদ আলম, পটিয়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ লকডাউন ৭ম দিনে পটিয়া উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়ে ১১ মামলায় ২ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন। বুধাবার ৭ জুলাই উপজেলার মালিয়ারা বাজার, ফকিররা মসজিদ বাজার, শান্তিরহাট, দক্ষিণ ভূষি এলাকায় বিভিন্ন দোকানপাঠ খোলা রেখে আড্ডা দেয়ায় ও মাক্স না পরে চলাফেলা করায়, স্বাস্থ্যবিধি না মানায় দোকানদার ও জনসাধারনকে এ জরিমানা করা হয়। এ সময় পুলিশসহ সেনাবাহিনী সদস্যরা সাথে ছিলেন। গত এক সপ্তাহের লকডাউনে স্বাস্থ্যবিধি যথাযথ না মানায় সারাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু’র সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। বুধবার লকডাউনের ৭ম দিনে দেশে এ যাবত সর্বোচ্চ ২০১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি না মানা হলে ক্রমন্বয়ে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তাই এই সংক্রামন ও মৃত্যুরোধে জনসাধারনকে মাক্স পড়ে চলাফেরা করারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। অন্যতাই আগামীতে লকডাউনের কঠোর অবস্থানে গিয়ে জেলসহ আরো বেশি জরিমানা করা হবে বলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন জানান।