রহমতউল্লা, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ৯’শ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবা ভোর পৌনে পাঁচটায় উপজেলার তেলিপাড়া (আঙ্গুরপাড়া) এলাকায় র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি দল আভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার ধামইরহাট উপজেলার তেলিপাড়া (আঙ্গুরপাড়া) গ্রামের মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে ওবায়দুল ইসলাম মন্ডল (৫০) ও একই উপজেলার ওবায়দুল ইসলাম মন্ডলের ছেলে সাইয়ুম হোসেন (২২)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পিতা-পুত্র দু’জন মিলে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।