মুক্তারুজ্জামান আদমদিঘী বগুড়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার ভূমিহীনদের মাঝে আশ্রয়ন প্রকল্পের ঘর। তার এই উপহার স্বরূপ আশ্রয়ণ প্রকল্পের ঘর সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতেও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা এসব ঘর পরিদর্শনে আসেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর। বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার সান্তাহার ইউপির ছাতনী এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের অধীনে ১৪টি ঘর পরিদর্শন করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক (ডিসি) জিয়াউল হক, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু প্রমুখ।বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো দেখতে সেখানে আসেন। তিনি আরো জানান, যেকোন মূল্যে এসব ঘর রক্ষা করা হবে এবং সুবিধাভোগীদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে।