নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার হাটগুলো সরকারের বিধিনিষেধ বা চলমান লকডাউন উপেক্ষা করে হাট বসিয়েছে। হাটে আসা লোকজনের মধ্যে ন্যূনতম স্বাস্থ্যবিধি নেই। নেই কোন সাধারণ সচেতনতা।স্বাস্থ্যবিধি ও করোনা সম্পর্কে তারা উদাসীন। হাটে আসা লোকজনের কারো মুখে তেমন একটা মাস্ক পড়া দৃশ্যমান হয়নি। করোনা সম্পর্কে জিজ্ঞাসা করলে হাসির ছলে তা উপেক্ষা করছেন। যারা একটু সচেতন তারাও যেন উদাসীন মাস্ক ব্যবহারে।হাটে আসা পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা মো.সাইদুল ইসলাম (৩৫) কে জিজ্ঞেস করা হলে বলেন, আমাদের করোনা হবে না, লকডাউন আমাদের জন্য নয়, আমাদের পেটে খায় তাই আমরা কর্মের জন্য হাটে এসেছি।” মাস্ক পড়া সম্পর্কে জানতে চাইলে বলেন, ভুলে মাস্ক বাড়িতে রেখে এসেছেন।মো.মজিবর রহমান (৪০) বাসা পাঁচগাছি ইউনিয়ন তিনিও এসেছেন এই হাটে বাশ বিক্রি করতে। লকডাউন সম্পর্কে জানতে চাইলে বলেন,”আমার ছেলে মেয়ে ৩ জন, আমরা ৫ সদস্যের পরিবার, আমি একমাত্র উর্পাজনকারী, তার উপর আবার কিস্তি দিতে হয়। তাই উপায় না পেয়ে হাটে আসতে হয়েছে।ইজারাদার মো.গফুর মিয়া বলেন, স্বাস্থ্যবিধি মানাতে আমরা প্রচারণা ও মাস্ক বিতরণ করছি।
১ view