সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মহাসড়কে যানজট নিরসনে খানাখন্দ মেরামতকল্পে ১০ ই জুলাই সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব হাসিবুল আলম, বিপিএম, পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার, হাইওয়ে বগুড়া রিজিয়ন, নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক ও জনপথ, জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ট্রাফিক ইন্সপেক্টর, সিরাজগঞ্জ সহ প্রজেক্ট ম্যানেজার, মীর আক্তার হোসেন লিমিটেড এবং আব্দুল মোনেম গ্রুপ লিমিটেড এর প্রতিনিধি ও জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১ view