মোঃ শাকিল হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সারা বিশ্বের ন্যায় নওগাঁর নিয়ামতপুরেও বিশ্ব জনসংখ্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রধান্য পেলে, কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে”। রবিবার ১১ জুলাই বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে সংক্ষিপ্ত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভার আয়োজন করা হয়।চন্দননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান বদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম।আলোচনা সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, আইনুল হক, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) আকরাম হোসেন।উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসাবে মোসাঃ মৌসুমী খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসাঃ রশিদা বানু, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোসাঃ মাসুদা খাতুন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রসুলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চন্দননগর ইউনিয়ন পরিষদ।
১ view