মোঃ আনিসুর রহমান মুক্তাগাছা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
মুক্তাগাছা উপজেলায় সরকার ঘোষিত চলমান লকডাউনের ১১ ৩ম দিনেও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এদিন অন্যান্য দিনের ন্যায় ওসি মোহাম্মদ দুলাল আকন্দের নেতৃত্বে পুলিশ প্রশাসন টহল অব্যাহত রেখেছে। এছাড়াও পৌর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছেন। ১১ জুলাই রবিবার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানাদন্ড প্রদান করেন। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ রানা’র ভ্রাম্যমাণ আদালতে চুরি ও মাদক আইনে ২ জনকে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। চুরি আইনে জাকির হোসেন নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মাদক আইনে নাজমুল নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ১১ তম দিনেও উপজেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দের নির্দেশে থানার সকল অফিসার ফোর্সগন সার্বক্ষণিক টহলে রয়েছেন। কঠোর লকডাউন বাস্তবায়নে ওসি মোহাম্মদ দুলাল আকন্দ নিজেও থানা এলাকার বিভিন্ন জায়গায় ছুটে চলছেন মানুষকে ঘরে রাখার চেষ্টায়। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও দেখা গেছে কম। তবে আঞ্চলিক সড়কগুলোতে রিক্সা, ভ্যান জরুরি পণ্য সরবরাহ ছাড়াও কিছু ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক চলাচল করছে।এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এছাড়াও তিনি মুক্তাগাছাবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না যেতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে মাস্ক পরিধান করতে অনুরোধ করেন।
২৯ views