মিহির রঞ্জন বিশ্বাস ফুলতলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বৈশ্বিক মহামারি করোনার এই ক্রান্তিকালে ও খুলনা জেলায় কঠোর লকডাউনে ব্রাকের অফিস বন্ধ থাকা সত্বেও খুলনা জেলায় ৯ টি উপজেলা এবং খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে ব্র্যাক এর ৩৭ টি শাখা অফিসের সদস্যদের চাহিদা ও দুরাবস্থার কথা বিবেচনা করে বিকাশের মাধ্যমে সদস্যদের সঞ্চয় দেওয়া শুরু করেছে। ১১ জুলাই তারিখে ১৪৫ জন গরীব ও অসহায় সদস্যদের বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত মোট ৬ লক্ষ ১৫ হাজার টাকা সঞ্চয় ফেরত দিয়েছে। সঞ্চয়ের টাকা হাতে পেয়ে সদস্যরা অনেক খুশি। এই কঠিন মুহুর্তে সঞ্চয় ফেরতের টাকাগুলি তাদের অনেক উপকারে আসবে বলে একাধিক সদস্যরা জানান। এই কঠিন লকডাউনের সময় অফিস বন্ধ থাকা সত্ত্বেও এধরনের উদ্যোগকে ব্র্যাকের সদস্যরা ব্র্যাকের উর্দ্ধতন র্কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এ ছাড়াও ব্র্যাক খুলনা জেলার ৯টি উপজেলাতে এবং খুলনা সিটি কর্পোরেশন এর মধ্যে মোট ১ লক্ষ মাস্ক বিনামূল্যে জনগনের মধ্যে বিতরণ করেন। ্এ বিষয় ব্র্যাক এর আঞ্চলিক ব্যাবস্থাপক (দাবি) কেশব লাল গাইন এবং সমিত কুমার বসু জানান লকডাউন যদি দীর্ঘমেয়াদি হয় তাহলে বিকাশ এর মাধ্যমে আমাদের সঞ্চয় ফেরত দেওয়ার ধারা অব্যাহত থাকবে