এস এ ডিউক ভূঁইয়া-তিতাস
(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন কমিনিটি ক্লিনিকে ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।১২ জুলাই সোমবার দুপুরে সাতানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিয়নের কমিনিটি ক্লিনিকে ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।এই মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.জিয়াউর রহমান ভূইঁয়া,ছাত্রলীগ নেতা মো.কবির হোসেন,ইমন আহমেদ,মেহেদি হাসান,
ইমরান,ফারুক,শান্ত ও লিমন প্রমুখ।এসময় সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.জিয়াউর রহমান ভূঁইয়া বলেন,বাংলাদেশ ছাত্রলীগ,
কুমিল্লা-২(হোমনা-তিতাস)
আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী(সিআইপি), কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সাতানী ইউনিয়নের জনসাধারণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।এর আগে সাতানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়েছে।পরিবেশ বাঁচান’ও মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সাতানী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা-
প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।এসময় সাতানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.জিয়াউর রহমান ভূঁইয়া বলেন,‘গাছ পরিবেশের অমূল্য সম্পদ।’ ক্রমশ বৃক্ষ নিধনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপণ করা জরুরি।সেই লক্ষ্যে সাতানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।