মোঃ রুবেল আহমেদ (বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামের আকবর আলীর স্ত্রী ফিরোজা (৪৮) তার নিজ বাড়িতে মাদক ব্যবসা চালিয়ে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে গোপালপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ফিরোজাকে গাঁজাসহ আটক করে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছে।
বুধবার (১৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক, তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফিরোজার বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়, মাদকদ্রব্য আইন ২০১৮ অনুযায়ী গাঁজা সেবন ও বিক্রয়ের দায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় সাথে ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন।
চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজাকে আটক করা কারাদণ্ড প্রদান করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় গোপালপুর থানা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ওমর ফারুক বিদ্যুৎ নামে একজন ফেসবুকে অভিযোগ করেন এলাকাবাসীর প্রানের দাবী তার (ফিরোজার) মেয়ে প্রধান বিক্রেতা ও এদের সহযোগীদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হোক।