এস এ ডিউক ভূঁইয়া-তিতাস
(কুমিল্লা)প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ শুক্রবার।২০০৭ সালে ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ওই বছর ১৬ জুলাই ধানমন্ডিস্থ সুধা সদনের বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন,বঙ্গবন্ধু কন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবীর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন দিনটি ‘শেখ হাসিনার কারাবন্দি দিবস’ হিসাবে পালন করে থাকে।এরই প্রেক্ষিতে তিতাস উপজেলার ৫ নং কলাকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন বাবুলের নেতৃত্বে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।মাছিমপুর দক্ষিণ পাড়া বায়তুন নুর জামে মসজিদে শেখ হাসিনাও তাঁর পরিবারের সকল সদস্যের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগ নেতা আঃ করিম মুন্সি,কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন বাবুল,
আ’লীগ নেতা কবির আহমেদ মাস্টার,সাংবাদিক হালিম সৈকত,আ’লীগ নেতা মাহবুব আলম, আঃ আউয়াল সরকার, মোস্তফা সরকার ও কৃষক লীগ নেতা শামসুল হক প্রমুখ।