গাজীপুর প্রতিনিধি রাকিব হাসান আকন্দ দৈনিক শিরোমণিঃ
গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুর সড়কের বাউনী বাজারের সেতুটি নির্মাণের পর এ পর্যন্ত কমপক্ষে তিনবার গোড়ার মাটি সরে পড়েছে। যতবারই মাটি সরে পড়ছে ততবারই যাবাহন চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়েছে। ওই সেতুর ওপর দিয়ে এখন ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।বাউনী গ্রামের লোকজন জানান, গত তিন মাস আগে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের পর সেতুর গোড়ায় মাটি ভরাট করা হলেও তা ভালভাবে চাপা না দেওয়ায় কমপক্ষে তিনবার মাটি ধসে পড়েছে। মাটি ভরাটের পর মজবুথ পাইলিং না করাতে বারবার এ ঝুকির সম্মুক্ষীন হতে হচ্ছে। ফলে প্রতিবারই মাটি সরে যাচ্ছে।বাউনী গ্রামের ব্যাটারীচালিত অটোরিক্সা চালক রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, হিরন মিয়া, রুহুল আমীন বলেন, সেতুর গোড়ার মাটি সরে গিয়ে প্রত্যেকবারই সড়ক সরু হয়ে আসে। একবার মাটি সরে গেলে বর্ষার কারণে প্রতিদিন কিছু কিছু মাটি সরে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। চলাচল রত ট্রাক ড্রাইভার হাবিবুল্লাহ জানান, একটি মাঝারি ধরনের গাড়ীও সেতু অতিক্রম করতে পারছে না। সর্বশে্ষয গত প্রায় সাতদিন যাবত সেতু দিয়ে স্বাভাবিক পারাপার ব্যাহত হচ্ছে।এ ব্যাপারে শ্রীপুর উপজেলা প্রকৌশলী এ জেড এম রকিবুল আহসান বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেন্ডার দিয়ে সেতুটি মেরামত করতে আরও এক মাস সময় লেগে যাবে। ভুক্তভোগীদের দাবী অচিরেই সেতুর গোড়ার মাটি মজবুত করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।