মোঃ আনিসুর রহমান ময়মনসিংহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা চেয়ে আবেদনের প্রেক্ষিতে খাদ্য সহায়তা পেয়েছে উপজেলার প্রায় ৪ শতাধিক অসহায় ও দুস্থ্য পরিবার। মঙ্গলবার ( ৩রা আগষ্ট ) পর্যন্ত ৩৩৩ কল করে সহায়তা চাওয়া এমন আরো ১১০ টি কল জমা হয়েছে যা যাচাই বাছাই চলছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে।করোনাকালে আর্থিক সংকটে থাকা যেসকল পরিবার প্রকাশ্যে সাহায্য চাইতে সংকোচ বোধ করেন তাদের কথা মাথায় রেখে ৩৩৩ নম্বরটি চালু করে সরকার। করোনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় হতদরিদ্র পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের কাছে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, লবন, তেল।উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর জানান, সর্বাত্মক লকডাউনের মধ্যে জরুরী সেবা ৩৩৩ নম্বরে কল দিয়ে মুক্তাগাছা উপজেলার প্রায় চার শতাধিক অসহায় ও দুস্থ্য মানুষ খাদ্য সহায়তা পেয়েছেন।তিনি আরো বলেন, খাদ্য সহায়তার জন্য ৩৩৩ নম্বরে কলের মাধ্যমে যাচাই-বাছাই করে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ্য মানুষদের প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা গ্রহন কার্যক্রম সরকারি নির্দেশনামতে অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
৩ views