চিংথোয়াই অং মার্মা থানচি বান্দরবান প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বান্দরবানে থানচিতে জাতির পিতার বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে প্রথম বারের মতো সকল শ্রেনীর পেশা মানুষের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন।বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রশাসনে আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে যথাযথ মর্যাদায় তার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণে মধ্যদিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিহ হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায়, বলিপাড়া ইউপি চেয়ারম্যান জিয়াঅং মারমা প্রমূখ।আলোচনা সভাতে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়ি থেকে বের হয়ে তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিল। বক্তারা আরো বলেন, তিনি স্বাধীন বাংলাদেশে প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন। পঁচাত্তরের পনেরই আগস্ট নারকীয় হত্যাযজ্ঞের প্রথম শহীদ হন শেখ কামাল।
৪ views