ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুরে টাকা ফেরত পেয়ে আনন্দে আত্মহারা কেশবপুরের বেলকাটি গ্রামের কৃষক আব্দুল মান্নান। গরু কেনার জন্য ৩০ হাজার টাকা তিনি নগদের মাধ্যমে পাঠালে টাকাটি অন্য মোবাইল নম্বরে চলে যায়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার রাতে কেশবপুর থানা পুলিশ কৃষক আব্দুল মান্নানের হাতে তার টাকাগুলো তুলে দেন।থানা সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের মৃত পরশ মোড়লের ছেলে কৃষক আব্দুল মান্নান গত ৮ আগস্ট গরু কেনার জন্য ৩০ হাজার টাকা নগদ একাউন্টের মাধ্যমে পাঠালে অপরিচিত ব্যক্তির মোবাইলে চলে যায়। ওই অপরিচিত ব্যক্তি মোবাইল বন্ধ করে রাখলে তিনি সেদিনই থানায় সাধারণ ডায়েরি করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক ব্যক্তির নগদ একাউন্টে টাকা গিয়েছে। রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় টাকাগুলো উদ্ধার করে কেশবপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায় ও সহকারী উপ-পরিদর্শক সুমারেশ কুমার সাহা শনিবার রাতে কৃষক আব্দুল মান্নানের হাতে তুলে দেন।টাকা ফেরত পেয়ে কৃষক আব্দুল মান্নান বলেন, ‘আমি গরীব মানুষ। ৩০ হাজার টাকা আমার কাছে অনেক বড় কিছু। প্রযুক্তির জামানায় পুলিশের সহযোগীতায় টাকা ফেরত পেয়ে আমার খুবই ভালো লাগছে।এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায় বলেন, ‘আব্দুল মান্নানের করা সাধারণ ডায়েরির পরিপেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় টাকাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। টাকাগুলো তার হাতে তুলে দিতে পেরে আমাদেরও ভালো লাগছে।
৬ views