মিশকাতুজ্জামান নড়াইল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নড়াইলে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী ডাবলু বাহিনীর হামলায় বাড়ি ভাংচুর লুটপাট ও গুরুতর আহত হয়েছে একজন। আহত নয়ন নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুর খলিশাখালী নুরুল আলম শেখের ছেলে।১৬ আগস্ট সোমবার সকাল সাড়ে দশটায় অভিযোগ কারী রবিউল ইসলাম পিতা নুরুল আলম শেখ কমলাপুর খলিশা খালী নড়াইল সদর তার নিজ বাড়িতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত অভিযোগে সাংবাদিক দের জানান,অভিযুক্ত ডাবলু বাহিনীর প্রধান ডাবলু এলাকার একজন নামধারী চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নড়াইল সহ বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে।এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘদিন তার সাথে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় জেলা পুলিশ সুপার এর উদ্যোগে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একান্ত প্রচেষ্টায় গত তিন চার মাস আগে সকল বিরোধ মিমাংসিত হয়।এর পর এতোদিন বাদে জেলা পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নব্য আওয়ামীলীগ সেজে ক্ষমতার প্রভাব খাটাতে গত ১২ আগস্ট বুধবার রাত দশটার দিকে ডাবলু ফকির বাহিনীর নেত্রীত্বে সাত আটজন অস্রসস্ত্রে সজ্জিত হয়ে রামদা,স্যানদা,কুড়াল হাতুড়ি লোহার রড,ইট পাট কেল নিয়ে আকর্ষিক হামলা চালায় আমাদের বাড়িতে।এসময় আমার ছোট ভাই নয়ন ঘরথেকে বেরিয়ে আসলে তার উপর হামলা চালিয়ে মারাত্নক আহত করে নয়নকে। অল্পের জন্য প্রানে বেঁচে গেলেও চোঁখের নিচে আঘাত লেগে কেটে যায়।এসময় ১-নং ডাবলু ফকির বাহিনীর অন্যান্য সদস্য ২- মিরাজ মোল্লা (৩০) ৩- সাবু মোল্লা (২৬) উভয় পিং কবির মোল্লা ৪-ফেরদৌস খান (৫৫) ৫- জাবের খান (৪০) ৬-আলামিন খান (৩৫) উভয় পিং মৃত্যু হানেফ খান ৭-রাকিব খান (২০) পিং ফেরদৌস খান সকলে মিলে আমাদের বসত ঘরের টিনের বেড়ায় এলোপাতাড়ি কোপাতে থাকে। বাড়ির উঠানে থাকা একটি সি এন জি চালিত গাড়িতে ভাংচুর করে।পরে ডাবলু ফকির বাহিনীর লোকজন ঘরে ঢুকে নগদ টাকা গহনা গাটি লুটপাট করতে থাকলে বাড়ির মহিলার চিৎকার করলে প্রতিবেশী ইসরাফিল সরদার পিং ইনুস সরদার, সুমন সরদার পিং দাউদ সরদার,ও টুটুল সরদার পিং ইউসুফ সরদার দৌড়ে আসলে ডবলু ফকির বাহিনীর প্রধান সহ তার লোকজন দৌড়ে পালিয়ে যায়।