কানাইঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
দেশের সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কানাইঘাট উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওয়তায় এসব উপকরন বিতরন করা হয়। নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমানের উন্নয়ন সহ যাতে করে তাদের সন্তানরা শিক্ষা গ্রহন করতে পারেন এজন্য সরকার উদ্যোগ গ্রহন করেছে। অনুষ্ঠানে নৃগোষ্ঠির ৫টি পরিবারকে ঘর প্রদান করা হয়।