মিহির রঞ্জন বিশ্বাস ফুলতলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ খুলনা শিল্পাঞ্চলের বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন জুট মিলের সকল পাওনা পরিশোধের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মনব বন্ধনঅনুষ্ঠিত । ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যজাক্স , আফিল সহ বন্ধকৃত জুট মিল চালু , শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ( রেজিঃ ১০) পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের কার্যারয়ের সামনে ১৮ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০ টায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় । বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এসময়ে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন , সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , বক্তিয়ার হোসেন, আমির মুন্সি প্রমুখ । সভা থেকে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের লক্ষে আগামি ১৬ আগষ্ট সন্ধা ৬ টায় সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে শ্রমিক সভা ও ১৮ আগষ্ট সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধনের কর্মসুচি ঘোষনা করেন । নেতৃবৃন্দ বলেন এর মধ্যে যদি শ্রমিকদের দাবি না মানা হয় তাহলে মানববন্ধন কর্মসুচি থেকে আন্দোলনের কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে ।