রেদোয়ান হাসান সাভার ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের বহিস্কৃত এক নেতাসহ ৫ জনের নামে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় রোববার (২২ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস।এর আগে শনিবার ধামরাই থানায় ভুক্তভোগী আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।অভিযুক্ত আসামীরা হলেন, বালিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি সুমন, সুত্রাপুর গ্রামের মকুল ও আরজু এবং দুনিগ্রামের মোঃ আওয়াল ও ইসরাফিল।ভুক্তভোগী আবুল হোসেন ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের সুত্রাপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।মামলা সূত্রে জানা যায়, সাটুরিয়া বাজারে ব্যবসা করেন ভুক্তভোগী আবুল হোসেন। গত মাসের ২৪ তারিখ দুপুরের দিকে পাশের গ্রামে একটি জানাজা থেকে বাড়ি ফেরার সময় ৪ নং আসামী তাকে প্রধান আসামীর অফিসে ডেকে নেয়। পরে সেখানে অপবাদ দিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে প্রধান অভিযুক্তের সঙ্গীরা। এসময় টাকা দিতে রাজি না হওয়ায় ভুক্তভোগীকে মারধর করা হয়। একপর্যায়ে বাড়িতে সহায়তা চাইলে তারা মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এসময় অভিযুক্তরা বাকি টাকা না দিলে মেয়েলি মামলায় ফাঁসানোর হুমকি দেয়।এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই)অসীম বিশ্বাস বলেন, চাঁদাবাজির অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামী গ্রেফতারে অভিযান চালানো হবে।
৪০ views