চিংথোয়াই অং মার্মা থানচি বান্দরবান প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
বান্দরবানে থানচিতে মাস্ক পড়িয়ে সচেতনতা সৃষ্টি করেছেন গনমাধ্যম কর্মীরা। এই সচেতনতা সৃষ্টির মূলত করোনা ভাইরাসের সুরক্ষা টিকা আওতায় আসেননি এমন পথ শিশু, দোকান কর্মচারীদের এর আওতা আনা হয়েছে।রবিবার (২২ আগস্ট) সকালে উপজেলা প্রেস ক্লাবের গনমধ্যম কর্মীদের উদ্যোগে সদর বাজার ও তার আশে পাশে এলাকা গুলিতে এ সচেতনতা সৃষ্টি করা হয়। সরকার পর্যটন কেন্দ্র গুলি খুলে দেয়ার ভ্রমনে উদ্দেশ্যে অনেক লোকে সমাগমনের এড়িয়ে যাওয়ার এ উদ্যোগ নিয়েছি। এর আগে এক আলোচনা মিলিত হন গণমাধ্যম কর্মীর। তাদের নিজস্ব আয়ের থেকে সামান্য সঞ্চয়কৃত অর্থ দিয়ে পথ শিশু ও দোকান কর্মচারীদের মাস্ক পড়িয়ে দিয়ে স্বাস্থ্য সচেতনামূলক ও সামাজিক দুরত্ব বজায় রাখার অব্যাহত থাকবে। ১৮ বছরে নিচে যাদের করোনা টিকা আওতায় আসেননি তাদের খুঁজে খুঁজে মাস্ক বিতরণের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করেছে গণমাধ্যম কর্মীরা।এসময় উপস্থিত ছিলেন, থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও আজকের পত্রিকা প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা অনুপম, সহ সভাপতি দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রেমবো ত্রিপুরা, অর্থ সম্পাদক ও দৈনিক সচিত্র মৈত্রী প্রতিনিধি হিমংপ্রু মারমা, কার্যনির্বাহী সদস্য ও পাহাড় কন্ঠ প্রতিনিধি মথি ত্রিপুরা, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক শিরোমনি পত্রিকা প্রতিনিধি চিংথোয়াই অং মার্মা প্রমূখ।
৫ views