1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

খুলনায় জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম” এর দুই সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর কতিপয় সদস্য খুলনা মেট্রোপলিটন এর সোনাডাঙ্গা থানার ময়লাপোতা মসজিদ এর সন্নিকটে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিআইডি কাউন্টার টেররিজম ও সিআইডি খুলনা মেট্রো এন্ড জেলা কর্তৃক ২৩/০৮/২০২১ খ্রিঃ তারিখ ১২.১৫ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন এর সোনাডাঙ্গা থানার ময়লাপোতা মসজিদ এর সামনে অভিযান চালালে সিআইডির উপস্থিতি টের পেয়ে দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে আনসার আল ইসলামের দুই জন সদস্য নাসিম (পিতা- মোঃ নজরুল ইসলাম, মাতা- মিতা বেগম, সাং- নাজিরঘাট রোড, বানিয়া খামার, থানা- সোনাডাঙ্গা, জেলা- খুলনা এ/পি-কেএমপি লবনচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার আদিলুজ্জামান সড়কের শেষ প্রান্তে বাইতুল রহমান জামে মসজিদের বিপরীত পাশের্^ টিনশেড বাড়ীর ভাড়াটিয়া, থানা- লবনচরা, জেলা- খুলনা ) ও হাসান (পিতা- মোঃ খোকন মোল্লা, মাতা- সেলিনা বেগম, সাং খাসগাজীপুর, থানা- সখিপুর, জেলা- শরিয়তপুর, এ/পি- লবনচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার আদিলুজ্জামান সড়ক)কে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাত নামা ৫/৬ জন সহযোগী পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা আনসার আল ইসলামের সামরিক শাখার সক্রিয় সদস্য। তারা বোমা ও আইইডি তৈরির কারিগর। গ্রেফতারকৃত আসামী নাসিম জানায় যে, তার ভাড়া বসতঘরে (কেএমপি লবনচরা থানাধীন মোহাম্মদনগর এলাকার আদিলুজ্জামান সড়কের শেষ প্রান্তে বাইতুল রহমান জামে মসজিদের বিপরীতে) বোমা ও আইইডি তৈরির সরঞ্জমাদি রয়েছে। উক্ত ঘরে ০৩.০০ ঘটিকার সময়ে অভিযান চালিয়ে তার ভাড়া বসতঘর হতে তার দেখানো মতে একটি এয়ারগান যার রং কালচে রং এর বাট সহ লম্বা ৪৫.৫০ ইঞ্চি, যার ব্যারেল ১৮.৫০ ইঞ্চি এবং বাট ২৬.৫০ ইঞ্চি, এয়ারগানের গুলি ৬৩টি, গান পাউডার সদৃশ বস্তু ০৩টি কৌটা সহ ২৮৩ গ্রাম, বিয়ারিং এর বল ৪০৫টি, বারুদ ৩০০ গ্রাম, ব্যাটারির গুড়া কালো রং এর প্লাস্টিকের কৌটা সহ ৮৪ গ্রাম, কালো রং এর গুড়া বারুদ প্লাস্টিকের কৌটা সহ ৯৩ গ্রাম, লোহার পিন প্লাস্টিকের কৌটা সহ ৩৫ গ্রাম, মাটি রং এর পাউডার সদৃশ বস্তু প্লাস্টিকের কৌটা সহ ১৩৫ গ্রাম, দুইটি ব্যাটারি কালো রং এর, ০২টি রাঙ্গ, একটি এসি/ডিসি এডাপ্টার, ০৪ টি ছোট সার্কিট, একটি ব ড় সার্কিট, গোনা, আকাশী রং এর একটি তাতাল, কালো প্লাস্টিক দ্ধারা প্যাচাঁনো একটি পাইপ যা ৪৮ ইঞ্চি লম্বা, একটি হাত প্লাস, একটি কালো কস্টেপ, একটি গোলাপী রং এর লাইনার, হাতে লিখা দাওয়াতি লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, হাতে লিখা ডায়েরী, সদস্য সংগ্রহের ফরম, আনসার আল-ইসলাম এর কালার লিফলেট, সদস্যদের নির্দেশনা লিফলেট, আপনি একজন মুজাহিদ হিসাবে গড়ে উঠুন নামীয় একটি বই, ০১৬৪১৪৭০৬৩৬ নাম্বার সংবলিত একটি নীল রং এর টেকনো ব্র্যান্ডের টেকনো স্পার্ক ০৫ প্রো মডেলের এন্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করি এবং একটি কালো রং এর ১২৫ সিসির টিভিএস মটর সাইকেল যার চেসিস নং-গউঘ৮২৫ঘঋওঅ১উ০০৪৫, ইঞ্জিন নং-ইঋ৪০৩১০০০৬৫০, মটর সাইকেলের রেজিস্ট্রেশন নং খুলনা মেট্রো হ ১২-০১৫০ উদ্ধার করা হয়। অপর গ্রেফতারকৃত আসামী হাসানের দেখানে মতে তার ভাড়া বসতঘরে (মোহাম্মদনগর বাইতুল রহমান মসজিদের বিপরীতে) অভিযান চালিয়ে একটি নীল রং এর মাইসেল ব্রান্ডের এবং হাসানের বাসার নিজ শয়নকক্ষ হইতে হাসানের দেখানো মতে “আপনিও একজন মুজাহিদ হিসাবে গড়ে উঠুন” ও “উন্মুক্ত তরবারি” নামক বই দুইটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের উগ্রবাদী এবং ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন কনটেন্ট পাওয়া যায়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উস্কানিমূলক ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। আসামীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের উগ্রবাদী মতবাদ প্রচারণা এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের নিকট হতে চাঁদা আদায় এবং নাশকতার পরিকল্পণা করে আসছিল। গ্রেফতারকৃতরা আনসার আল ইসলামের উগ্রবাদী বিভিন্ন বই বিতরণ করতো, আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল। তাছাড়া তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার, আতংক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা আনসার আল ইসলামের কার্যক্রমকে বেগবান করার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও আইন শৃঙ্খলা বাহীনির সদস্যদের উপর হামলা করার উদ্দেশ্যে বোমা তৈরির সরঞ্জামাদী নিজ হেফাজতে রাখে। ধৃত আসামী আরও জানায় অনলাইনে ও অফলাইনে খুলনা এলাকায় সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। উক্ত আসামীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আনসার আল ইসলামের সদস্য হয়ে, নাশকতার সৃষ্টির জন্য আইইডি ও বোমা তৈরির সরঞ্জামাদি নিজ হেফাজতে রেখে, জঙ্গী কার্যক্রমের ষড়যন্ত্র করে, জঙ্গী কার্যক্রমে অংশগ্রহনের জন্য প্রচেষ্টা করে, সন্ত্রাসী কর্মকান্ড প্ররোচিত করে, সন্ত্রাসী কার্যে অর্থায়ন করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments
১৪ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি