মিশকাতুজ্জামান নড়াইল প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নড়াইলে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস বিভাগের আয়োজনে শনিবার(২৮ আগস্ট) বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা মৎস কর্মকর্তা এইচএম বদরুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ এনামুল হক, জেলা মৎস কর্মকর্তা কার্যালয়ের সহকারি পরিচালক হোসনে আরা হ্যাপী প্রমূখ। জেলা মৎস কর্মকর্তা এইচএম বদরুজ্জামান জানান, বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এ শ্লোগানকে সামনে নিয়ে ২৮ আগষ্ট থেকে জাতীয় মৎস সপ্তাহ শুরু হয়ে চলবে আগামি ৩ সেপ্টেম্বর পর্যন্ত। মৎস সপ্তাহ উপলক্ষে প্রচারণা, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, সফল মৎস চাষী, ব্যক্তি ও উদ্যোক্তা প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান, মৎস চাষী ও মৎস্যজীবীদের সঙ্গে মত বিনিময়, মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফল ভোগীদের মাছ চাষ বিষয়কপ্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এ জেলায় ৮হাজার ৬শ’ টি পুকুর, ৫হাজার ৩শ’ টি চিংড়ি ঘের রয়েছে।এসব ঘের থেকে প্রতি বছর ১৯ হাজার মেট্রিক টন সাদা মাছ ও ৩ হাজার মেট্রিক টন চিংড়ি মাছ উৎপাদিত হয়ে থাকে। এ জেলায় চাহিদা থেকে প্রায় ৩হাজার মেট্রিক টন সাদা মাছ উৎপাদিত হয়ে থাকে বলে তিনি জানান।