শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ করোনা আক্রান্ত হয়ে খুলনা ডেডিকেট করোনা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৮টার পূর্ব ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তি হলেন, খুলনা ফুলতলার মোঃ জাহাঙ্গীর কবির (৬৫)।তবে গত ২৪ ঘন্টায় খুলনা জেনারেল হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। খুলনা সদর হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটটি বিগত চারদিন ধরে রোগী শুণ্য।এছাড়া খুলনা করোনা হাসপাতালে ৬৪ জন, আবু নাসের হাসপাতালে ২১জন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২২জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৯জন, আজ সকাল পর্যন্ত মোট ১১৬জন রোগী চিকিৎসাধীন আছেন।অন্যদিকে গতকাল খুমেক ল্যাবে ৩৭৬জনের নমুনা পরীক্ষায় ৫০জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। তার মধ্যে খুলনার ৩৬, বাগেরহাটের ৯, যশোরের ৩, সাতক্ষীরা ও নড়াইলের একজনের করে করোনা শনাক্ত হয়।