ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ১৪৮ জন।মঙ্গলবার ৩১ আগস্ট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।সর্বশেষ সোমবার (৩০ আগস্ট) খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৫ জনের এবং শনাক্ত হয়েছিল ২৭১ জনের।স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়া খুলনা ১ জন, যশোরে ৪ জন, মাগুরা ও ঝিনাইদাহে ১ জন করে মারা গেছেন।বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ৪০ জন, বাগেরহাটে ৯ জন, সাতক্ষীরায় ৭ জন, যশোরে ১৭ জন, নড়াইলে ৯, মাগুরায় ২ জন, ঝিনাইদহে ১১ জন, মেহেরপুরে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।