রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঢাকার ধামরাইয়ে গত ১০ বছর ধরেই তিন গ্রুপে বিভক্ত হয়ে নানা দিবস ও দলীয় কর্মসূচি পালন করতো উপজেলা বিএনপি। তবে সম্প্রতি মারা যান দলের সাবেক সাংসদ ব্যারিস্টার জিয়াউর রহমান খান। তার মৃত্যুর পর দলীয় ব্যানারে প্রথম কোন সভায় সব দলকে একত্র হয়ে কর্মসূচি পালন করতে দেখা গেছে।প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে প্রায় ১০ বছর পর বুধবার (১ সেপ্টেম্বর) পৌরসভার একটি অটো রাইস মিল কারখানায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সবাই একত্রিত হয়ে সভা ও দোয়া মাহফিলে যোগ দেন।খোঁজ নিয়ে জানা যায়, ধামরাই উপজেলা বিএনপিতে সাবেক সাংসদ ব্যারিস্টার জিয়াউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে ভিন্ন ভিন্ন ৩টি ধারা বিদ্যমান ছিলো। গত বছর পর্যন্তও তারা আলাদা আলাদাভাবে জাতীয়, দলীয় ও স্থানীয় কর্মসূচি পালন করতেন। এমনকি নানা সভায় একে অপরকে বিষোদগার করে বক্তব্যও রাখতেন। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিলো। এই বিরোধের জেরে গত নির্বাচনে মনোনয়ন তোলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জিয়াউর রহমান খান, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিন এবং কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ সুলতানা আহমেদ।গত ২৪ এপ্রিল মারা যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ জিয়াউর রহমান খান। এরপর থেকেই নির্জীব হয়ে পড়ে তার পন্থী নেতাকর্মীরা। তবে আজকের প্রতিষ্ঠাবার্ষীকির কর্মসূচিতে প্রায় সব পক্ষের নেতাকর্মীকেই দেখা গেছে। এনিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।বিএনপি কর্মী লিটন হোসেন, আওলাদ হোসেন বলেন, ‘অনেকদিন পর দলীয় কর্মসূচি হলো। সবাই আসছে। ভেদাভেদ ভুলে। এমনভাবে কার্যক্রম চললে দল এগিয়ে যাবে।সভায় ধামরাই পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি দেওয়ান নাজিমউদ্দীন মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ধামরাই উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন।এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বিপ্লব হোসেন, ঢাকা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিকায়েল হোসেন, ঢাকা জেলা যুব দলের তথ্য ও গবেষণা সম্পাদক রবিন হোসেন, ঢাকা জেলা যুব দলের সহ-সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মারুফ শিকদার, ধামরাই উপজেলার সাবেক যুবদলের সভাপতি ফরহাদ হোসেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব।এ সময় বক্তব্যে তমিজ উদ্দিন বলেন, শুধু ফেসবুকে ছবি দিয়ে নেতা হওয়া যাবে না। আন্দোলনে গেলে পুলিশ মারবে। কিন্তু তবুও পিছু হটা যাবে না। এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। আমার একা নেতৃত্ব দেওয়া সম্ভব নয়। আপনারা সবাই আমার পাশে থাকবেন।আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক জিয়াসহ সকল নেতাকর্মীর জন্য দোয়া করা হয়।
২ views