শাহিন কানাইঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা আজ শুক্রবার বিকেল ৪ টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান শাহাজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, কোষাধক্ষ্য মিসবাউল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম, সহযোগী সদস্য মাহফুজ সিদ্দিকী, সাংবাদিক জয়নাল আজাদ, মাওঃ আসআদ আহমদ। কার্যনিবাহী কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার মধ্যে চোরাকারবারী মাদক ব্যবসায়ী তোতা কর্তৃক পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি, সাংবাদিক মুমিন রশিদকে লাঞ্চিত সহ তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় সভায় তীব্র নিন্দা জানানো হয়। এবং ভবিষ্যৎতে সীমান্তবর্তী সুরইঘাট ও কানাইঘাটের কোন এলাকায় দুষ্কৃতিকারী অপরাধী চক্র সংবাদকর্মীদের উপর হামলা, ক্ষতি সাধন কিংবা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হলে সাংবাদিক সমাজ সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে তা মুকাবেলা সহ যে কোন সিদ্ধান্ত নিতে কার্যনির্বাহী সভায় প্রস্তাব পাশ করা হয়। স্থানীয় কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনৈতিক মহল সূধীজন ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্বকভাবে সহযোগীতা করায় তাদের প্রতি সভা থেকে কৃতজ্ঞতা জানানো হয়। এছাড়াও সভায় ক্লাবের চলমান ভবনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া সহ ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক যাচাই-বাচাই কমিটির মাধ্যমে ৫ সংবাদকর্মীকে প্রেসক্লাবের নতুন সদস্য ও ২ সংবাদকর্মীকে সহযোগী সদস্য হিসাবে মনোনীত করা হয়।