শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধিঃ বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব আলীম ও ইষ্টার্ণ জুট মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে গতকাল রবিবার খুলনা যশোর মহাসড়কের আটরা শিল্পাঞ্চলে লাল পতাকা মিছিল কর্মসুচি পালন করে। খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশন উদ্যোগে পূর্বঘোষিত কর্মসুচির অংশ হিসাবে সকাল ১০টায় আলীম জুট মিলের গেট থেকে লাল পতাকা মিছিলটি শুরু হয়। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের ইষ্টার্ণ জুট মিল ও আফিল জুট মিল, বাইপাস সড়ক সহ পার্শবর্তি গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলীম জুট মিল গেটে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দুইটি মিলের সর্বস্থরের শ্রমিক-কর্মচারীরা লাল পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহন করে।লাল পতাকা মিছিল পরবর্তি সমাবেশ খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল সরদারের সভাপতিত্বে বক্তৃতা করে প্লাটিনাম জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক ও ফেডারেশনের সহ-সভাপতি কমরেড খলিলুর রহমান, ফেডারেশনের থানা কমিটির সাধারণ সম্পাদক ও ইষ্টার্ণ জুট মিলের সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, আলীম জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদক আ. রশিদ, ওয়াকার্স পাটির খানজাহান আলী থানার সম্পাদক আব্দুস সাত্তার মোল্যা, ওয়ার্ড মেম্বর এস এম বখতিয়ার পারভেজসহ ফেডারেশন ও আন্দোলন সংগ্রাম কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। লাল পতাকা মিছিল পরবর্তি সমাবেশ থেকে বক্তারা দুই মিলের শ্রমিক কর্মচারীদের সঞ্চয়পত্র প্রদান, শ্রমিকদের নামে মিথ্যা হয়রানীমূলক মামলার প্রত্যাহার করে মামলা জটিলতার সমাধান করে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, ২০১৩ সালের কর্মচারীদের গ্রাচুটি, পিএফসহ যাবতীয় বকেয়া পাওনা পরিশোধ এবং আলীম জুট মিলের শ্রমিকদের ৬৪ সপ্তাহের ও ইষ্টার্ণ জুট মিলের শ্রমিকদের ৬ সপ্তাহের বিল দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবী করেন।