সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সিরাজগঞ্জে চৌহালীতে বাংলাদেশ সরকারের উদ্যোগে কোভিড ১৯ এর ভ্যাকসিন টিকা কার্যক্রমে সহযোগিতায় শুরু থেকে এনায়েতপুর থানা ইয়ূথ ফোরামের একদল স্বেচ্ছাসেবক এনায়েতপুর মুশফিকা স্মৃতি পাঠাগার কেন্দ্রে নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।এখানে সপ্তাহে দুই দিন টিকা কার্যক্রম পরিচালনা করা হয় এবং প্রচুর টিকা প্রার্থী উপস্থিত হন। এই টিকা কার্যক্রমে ফোরামের সহ-সভাপতি একুশে টেলিভিশনের সংবাদ পাঠক মোঃ ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে অন্যান্য সম্পাদকের মধ্যে মোশারফ হোসেন খান, আলাউদ্দিন, এসআই প্রিন্স, আব্দুল কাদের, ইসমাইল সহ একটি ভলেন্টিয়ার টিম টিকাদান কেন্দ্রে সঠিক তথ্য সরবরাহ,স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা, বিনা মূল্যে মাস্ক বিতরণ, রেজিস্ট্রেশন ফরম পূরণ সহ অতিরিক্ত জনগণের বাড়তি চাপ সামলে সুষ্ঠভাবে টিকাদানে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।ফোরামের গৃহীত বিভিন্ন প্রচার প্রচারণা এ অঞ্চলের মানুষের মধ্যে টিকা গ্রহনে ব্যাপক আগ্রহ বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে টিকাদান কেন্দ্রে অতিরিক্ত জনসমাগম ঘটে,এ বিষয়ে ফোরামের সভাপতি মো: জাকারিয়া তৌহিদ তমালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৈশ্বিক এই করোনা মহামারীর বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।মানুষ হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই উদ্যোগ এবং ভবিষ্যতেও আমাদের বিভিন্ন সহযোগীতা মূলক কর্মকান্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।সিরাজগঞ্জ জেলার অন্তর্গত এনায়েতপুর থানা ইয়ূথ ফোরাম একটি সামাজিক এবং উন্নয়নমূলক সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই মানুষের কল্যাণে নানামুখী কর্মকাণ্ড তথা এনায়েতপুর থানা কে উপজেলায় উন্নীতকরণ এবং যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী রক্ষা বাঁধের জন্য সকল শ্রেণী-পেশার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন বেগবান করে এনায়েতপুর থানাবাসির মনে জায়গা করে নিয়েছে ।
২ views