মো জহুরুল ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নীলফামারীতে নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় লিপটের জন্য তৈরি একটি ঘরে থেকে পানিতে ডুবে থাকা অবস্থায় ময়নুল হক ( ৩৬) নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে নীলফামারী সদর থানা পুলিশ।বৃহস্পতিবার সকাল প্রায় ১০ টার দিকে নীলফামারী শহরের কিচেন মার্কেটের পাশে নির্মাণাধীন ভবন থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে নীলফামারীর সদর থানা পুলিশ।নিহত ময়নুল হক সদর উপজেলা কুন্দুপুকুর ইউনিয়নের মধ্য শুটিপাড়া গ্রামের মমিন হোসেন এর ছেলে ও দুই সন্তানের জনক। প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা হলে তারা জানান ময়নুল হক একজন ইপিজেড কর্মী ছিলেন আর কারখানা বন্ধ থাকার কারনে সে দুদিন হতে রাজমিস্ত্রীর কাজ করেন আর গতকাল বুধবার বিকেলে তার পেটের ব্যথার জন্য সে ওষুধ কিন্তে গেলে আর ফিরে আসে নাই।এদিকে ঘটনাস্থলে উপস্থিত নিহত ময়নুল হকের বড় ভাই লাল বাবুর সাথে কথা হলে তিনি বলেন গতকাল রাত ১২ টা পযন্ত যখন আমার ভাই বাড়িতে আসলো না তখন আমার সন্দেহ হয় তাই আমি সকালে ভাইয়ের কর্মস্হল কিচেন মার্কেটের নির্মাণাধীন ভবনে খুঁজেতে থাকলে এক পর্যায়ে পানির হাউজে একটি হাত ভাসতে দেখে আমি থানায় বিষয় টি অবহিত করি এবং পরে দেখতে পারি সে আমার ছোট ভাই ময়নুল হক।এদিকে উক্ত বিল্ডিং এর ঠিকাদার জনাব খলিলুর রহমানের ফোনে যোগাযোগ করা হলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়।এদিকে ঘটনাস্থলে পরিদর্শন করতে আসা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোহাম্মদ মোখতারুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র ঘটনা স্হলে ছুটে আসি এবং ঘটনাটি নিয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।এদিকে সদর থানার ওসি জনাব আব্দুর রউফ বিষয় টি নিশ্চিত করে বলেন যে আজ বৃহস্পতিবার সকালে আমরা ঘটনা স্হল থেকে ময়নুল হকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আর ময়নাতদন্তের রিপোর্ট না আসা পযন্ত আমরা কোন রকম মন্তব্য করতে পারবো না ।
৫ views