মো: খায়রুল ইসলাম নরসিংদী প্রতিনিধি: আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে মেহেরপাড়া ইউনিয়ন পাচার নিরোধী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাম) এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিল্ড অর্গানাইজার মো: আলমগীর চৌধুরী, কমিউনিটি মবিলাইজার ইয়াছমীন আক্তার, আমদিয়া ইউনিয়ন অভিবাসী ফোরাম সভাপতি নূর ইসলাম ও পাইকারচর ইউনিয়ন অভিবাসী ফোরাম সভাপতি বেনজীর আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান বলেন, বিদেশে যাওয়ার সময় প্রতারণার ব্যাপারে সচেতন থাকুন। আপনি নির্যাতনের শিকার হলে ভয় পাবেন না। আপনার অধিকার সুরক্ষায় দেশে আইন আছে। সচেতন হোন। আইনি সেবা নিন। বিনামূল্যে আইনি সেবা দিতে ওকাপ আছে আপনার পাশে।
উলেখ্য, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) বিদেশ ফেরত কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ওকাপ ২০০৪ সাল থেকে অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় কাজ করছে।
অভিবাসী কর্মীদের সার্বিক মর্যাদা রক্ষায় সবসময় সোচ্চার। এজন্য সংস্থাটি অভিবাসীপ্রবণ জেলাগুলোতে বিভিন্ন দাতা ও উন্নয়ন সহযোগী সংস্থার অংশীদারিত্বে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ওকাপের প্রধান লক্ষ্য সম্ভাব্য অভিবাসী কর্মী ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং দেশে-বিদেশে অভিবাসী কর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা। বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সামাজিক পুনর্বাসন, স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ওকাপ।