কানাইঘাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমায় প্রায় দেড় বছর পর রোববার ১২ সেপ্টেম্বর সারাদেশের ন্যায় কানাইঘাটেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে সশরীরে পাঠদান শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে কানাইঘাটের কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, উৎসাহ ও উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করছে। তাদের পরনে সেই চিরচেনা স্কুল ড্রেস, কাঁধে বইয়ের ব্যাগ এবং করোনার স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধান করে স্কুলে এসেছে তারা। তবে শিক্ষকদের নির্দেশনা মেনে ছাত্র-ছাত্রীরা দূরত্ব বজায় রেখে তারা স্কুলে নিজ নিজ শ্রেণী কক্ষে উপস্থিত হয়েছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্কুলগুলোর ফটকে শিক্ষার্থীদের তাপমাত্রা মাপা সহ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে। অপরদিকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাকার্যক্রম পরিচালনা করা হচ্ছে কি-না, তা পরিদর্শন করতে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী উপজেলার ২টি প্রাথমিক বিদ্যালয় ও ২ টি উচ্চবিদ্যালয় রবিবার পাঠদান চলাকালীন সময়ে পরিদর্শন করেন। নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে অবস্থান করতে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন । পরিদর্শন কালে সাথে ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম।