শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমিণিঃ বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব আলিম ও ইষ্টার্ণ জুট মিলের অবাসায়ন ও অবসরকৃত এবং বদলী শ্রমিক-কর্মচারীদের সকল পাওনা পরিশোধের দাবীতে গতকাল রবিবার সকাল ১০টা থেকে ১২টা দুই ঘন্টা আলীম জুট মিলের প্রধান ফটকের সামনে প্রতিকী গণঅনশন কর্মসুচি পালন করে। কর্মসুচি থেকে নতুন করে তিন দিনের কর্মসুচি ঘোষনা করেছে শ্রমিক নেতৃবৃন্দ। খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আলীম জুট মিলের প্রধান ফটকের সামনে গণঅনশন কর্মসুচি থেকে নতুন এ কর্মসুচি ঘোষনা করা হয়। খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আমিরুল সরদারের সভাপতিত্বে গণঅনশন কর্মসুচিতে বক্তৃতা করেন শ্রমিক নেতা হাজি ইকবাল হোসেন, শেখ মুজিবর রহমান, রিজাউল সরদার, কামরুজ্জামান, জহিরুল ইসলাম, জাকির সরদার, শহিদ, আনোয়ার সরদার, আ. রশিদ শেখ, ইউপি সদস্য বখতিয়ার পারভেজ, খলিলুর রহমান, শেখ তবিবুর রহমান, আলাউদ্দিন সহ ফেডারেশন ও মিলের শ্রমিক নেতৃবৃন্দ। প্রতিকী অনশন চলাকালে নেতৃবৃন্দ বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে শ্রমিকদের সঞ্চয়পত্র প্রদান, শ্রমিকদের নামে মিথ্যা হয়রানীমূলক মামলার জটিলতার সমাধান করে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, ২০১৩ সালের কর্মচারীদের গ্রাচুটি, পিএফসহ যাবতীয় বকেয়া পাওনা পরিশোধ এবং আলীম জুট মিলের শ্রমিকদের ৬৪ সপ্তাহের ও ইষ্টার্ণ জুট মিলের শ্রমিকদের ৬ সপ্তাহের বিল পরিশোধ না করায় নতুন কর্মসুচি ঘোষিত করা হয়েছে। ঘোষিত কর্মসুচির মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর রবিার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত আটরা শিল্পঞ্চলের খুলনা যশোর মহাসড়কে শ্রমিক পরিবার পরিজন নিয়ে মানববন্ধন, ২৩ সেপ্টেম্বও বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা যশোর মহাসড়কে আটরা শিল্পাঞ্চলে বিক্ষোভ মিছিল এবং ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় আলীম জুট মিলের প্রধান ফটকের সামনে শ্রমিক জনসভা থেকে দাবী আদায়ে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে।