ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
যশোরের কেশবপুরে থানা পুলিশের হাতে হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট মাসুদ মেমোরিয়াল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বহিস্কার হওয়া স ম কামরুজ্জামান (৪৮) ও তাঁর ছেলে আবু তাসকিন ইবনে জ্জামান (১৭) সহ ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামী গ্রেফতার। আসামীদের বিরুদ্ধে আইন অনুযায়ী আজ যশোর কোটেপ্রেরন করেন কেশবপুর থানা পুলিশ। আসামি কামরুজ্জামান জানান গত রোজার সময় আজিজার নামের বাড়ির পাশের লোক কেশবপুর থানায় হুমকি দেওয়ার জিডি করেন জিডির কারনে গত ১৩ /৯/২১ তারিখে কোটে হাজিরার দিন ছিল কোনকারন বশত প্রভাষক কামরুজ্জামান হাজির না হওয়ার কারনে ওয়ারেন্ট জারি হয় তারি ধারাবাহিকতায় প্রভাসক কামরুজ্জামান ওতাহার ছেলে ওঅন্য ভরো তিনজন ভসামি সহ কেশবপুর থানার পুলিশ ধরে আনেন এবং চালান করেন। এবং যশোর কোটে যাওয়ার প্রফেসার ওতাহার ছেলে জামিনে বাড়িতে চলে এসেছেন।প্রফেসার কামরুজ্জামান জানান হুমকি দেওযার জিডিতে ধরে নিয়ে গিয়েছিল। আজিজার নামের এক জন লোকের কে বাকারা হুমকি দিয়েছে । তাজা আমার জানা নেই । আমি কাউকে হুমকি দিইনাই।কেশবপুর থানার ডিউটি অফিসার জানান বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ৫ জনকে ধরে আনার পর তাদের কোটে পাঠানো হয়েছে।
৮ views