জামালপুর সংবাদদাতা \জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার দুরমুঠ ইউনিয়নের আমবাড়িয়া হাতিজা এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, মেলান্দহ-ইসলামপুর সিমান্তবর্তী এলাকা আমবাড়িয়া হাতিজায় মৃত আকবর আলীর ছেলে ইউনুছ আলী বহুদিন যাবৎ জমি কিনে বসত বাড়ি করেছেন। ইদানিং সেই বসতবাড়ি জোর পূর্বক দখলের জন্য ইসলামপুর উপজেলার বীর নন্দলের পাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে আমানুল্লাহ তৎপরতা চালায়। এক পর্যায়ে, বিরোধীয় জমি জবরদখলসহ প্রাণ নাশের হুমকী প্রদর্শন করে। এ নিয়ে এলাকায় কয়েক দফা দেনদরবারও হয়। সালিশে কোন সুরাহা না পেয়ে ৮সেপ্টেম্বর ইউনুছ আলী জামালপুর কোর্টে মামলা দায়ের করেন।
মামলার নোটিশ পেয়ে বিবাদীপক্ষ আমানুল্লাহ গংরা বেপরোয়া হয়ে ১৩অক্টোবর ইউনুছ আলীর বাড়ি ভাংচুর করে এবং ঘটনার পর থেকেই গা ঢাকা দেয়। এ ব্যাপারে আমানুল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
মামলার বাদি ইউনুছ আলী জানান-স্থানীয় দালাল ও একটি কুচক্রিমহল আমাকে উচ্ছেদের পায়তারা করছে।